
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইফুল ইসলাম(২৪),নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১০ফেব্রুয়ারি)রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ মাটিরাঙ্গা কোয়ার্টার পাড়া টু মাটিরাঙ্গা গার্লস স্কুল গামী কাচা রাস্তা সংলগ্ন জনৈক মো. ইউনুস আলীর বসত বাড়ির সামনে রাস্তার উপর হতে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইফুল ইসলাম(২৪),কেগ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী- মো. সাইফুল ইসলাম (২৪),মাটিরাঙ্গা পৌরসভার ৪নং পৌর ওয়ার্ড আদর্শগ্রাম এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম এর ছেলে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
কিউটিভি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৯