ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

আশুলিয়ায় পাঁচ ডাকাত সদস্য গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২৪ - ০২:৪৩:৫৫ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেট কার, ১টি মোটরসাইকেল, ২টি রামদা, ১টি চাইনিজ কুড়াল ও ১টি বার্মিজসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশ। এর আগে বুধবার দিবাগত  রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন সাউথ বেঙ্গল (সিএনজি) ফিলিং ষ্টেশনের সামনে থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলার কাশিমপুর থানার বাগবাড়ী পূর্বপাড়া গ্রামের মোঃ কালাম মন্ডলের ছেলে ১। জিসান মন্ডল (২৪), একই জেলার আব্দুর রহমানের ছেলে ২। রাজু আহম্মেদ (২৪), বগুড়া জেলার শেরপুর থানার রনবীরবালা গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে ৩। আব্দুল মমিন (২৫),  আশরাফুল ইসলামের ছেলে ৪। মোঃ নয়ন ইসলাম (২৩) ও নীলফামারী জেলার ডিমলা থানার নাওতোরা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ৫। মোঃ সৈনিক ইসলাম শাহীন (২৮)। এরা সবাই আশুলিয়ার বিভিন্ন অঞ্চলে ভাড়া বাসায় থেকে ডাকাতি করতো।
পুলিশ জানায়, এই চক্রের সদস্যরা আশুলিয়ার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জামগড়ায় ঘটনাস্থলে উপস্থিত হলে এই চক্রের সদস্যরা পালিয়ে যাবার চেষ্টা করে, পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই চক্রের সদস্যদের নামে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের বাকী সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে।
এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, গ্রেফতারকৃত আসামিদের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

 

 

কিউটিভি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:১৮

▎সর্বশেষ

ad