ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

মন্ত্রী-এমপিদের শুভেচ্ছা জানাতে বেড়েছে ফুলের চাহিদা, বিক্রি

Ayesha Siddika | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৪ - ০৫:২৭:২৬ পিএম

ডেস্ক নিউজ :  নবনির্বাচিত মন্ত্রী ও সংসদ সদস্যদের শুভেচ্ছা জানানোর এই সময়ে রাজধানীতে ফুলের বিক্রি বেড়েছে। ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মন্ত্রী ও সংসদ সদস্যদের বাসভবন, অফিসসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুলের দোকানগুলোতে রয়েছে ভিড়। পাশাপাশি নতুন বছরের শুরু হওয়ায় আলাদাভাবে ফুলের চাহিদা রয়েছে।

রাজধানীর শাহবাগে ফুলের দোকানগুলোতে দেখা গেছে, গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জবা, অর্কিডসহ বিভিন্ন ধরনের ফুলের চাহিদা বেড়েছে। সঙ্গে ফুলের দামও কিছুটা বেড়েছে। ফুল বিক্রেতারা জানান, নতুন মন্ত্রী ও সংসদ সদস্যদের শুভেচ্ছা জানাতে ফুলের চাহিদা বেড়েছে।  

লোকমান হোসেন নামে এক ফুল ব্যবসায়ী বলেন, নতুন সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের বাসভবন, অফিসসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুলের দোকানগুলোতে অর্ডার পড়ছে। এখন ফুলের চাহিদা অনেক বেশি। এ চাহিদা নির্বাচনের দিন থেকেই। অবশ্য ফুলের দামও বেড়েছে কিছুটা।

ফুল কিনতে আসা নাজিবুল হক বলেন, শুভেচ্ছা জানানোর অন্যতম একটা মাধ্যম ফুল। কাছের প্রিয় মানুষেরা নির্বাচনে জয়লাভ করেছেন, মন্ত্রী-এমপি হয়েছেন। এটা তো আনন্দের। এ আনন্দ ভাগ করে নিতেই ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানাতে ফুল কেনা। ফুল বিক্রেতারা জানান, ফুলের চাহিদা থাকবে আরও কয়েকদিন।

শাহবাগের ফুলের দোকানগুলো ঘুরে দেখা যায়, প্রতিটি ফুলের তোড়া মানভেদে ৪০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গাঁদা ফুলের মালার চাহিদাও রয়েছে বেশ। গাঁদা ফুলের একেকটি মালা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

বিভিন্ন দোকানে ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রতীক নৌকার আদলে ফুলের তোড়া সাজাতেও দেখা গেছে। এগুলো বিক্রি হচ্ছে এক হাজার থেকে দেড় হাজার টাকায়। ক্রেতাদের চাহিদা মাথায় রেখেই এখন ফুল বিক্রি করছেন বিক্রেতারা।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:০

▎সর্বশেষ

ad