পুঁজিবাজারে ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড’ আনছে বিএসইসি

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৪ - ০৬:৫৫:২৯ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি। এতে বলা হয়, বিএসইসির ৮৯৬তম কমিশন সভায় ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড রুলস-২০২৪’ সংক্রান্ত বিধিমালার খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশন সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এ খসড়া বিধিমালার ওপর সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করে দেশের বহুল প্রচারিত কমপক্ষে দুইটি বাংলা এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা লিমিটেডের ৬৬০.১৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন করেছে বিএসইসি।

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৪৫

▎সর্বশেষ

ad