ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

যুক্তরাজ্যের বাজারে শক্ত অবস্থান বাংলাদেশের

Ayesha Siddika | আপডেট: ১০ জানুয়ারী ২০২৪ - ০২:৩০:৩০ পিএম

ডেস্ক নিউজ : যুক্তরাজ্য ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করেছে ১ হাজার ২০৯.৩১ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক। আগের বছর (২০২২ সালে) একই সময়ের তুলনায় এটি ১৬.৪৪ শতাংশ কম। ওই বছরের একই সময়ে দেশটিতে ১ হাজার ৪৪৭.১৯ কোটি ডলার মূল্যের পোশাক আমদানি করা হয়।

 

২০২৩ সালের প্রথম ১০ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার ২০৯.৩১ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাজ্য। গ্রাফিক চিত্র

 

 
বাংলাদেশি পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, গত অক্টোবর পর্যন্ত ১০ মাসে যুক্তরাজ্যে ৩১৮ কোটি ৩১ লাখ ডলার মূল্যের ১৫ কোটি ৯৩ লাখ কেজি তৈরি পোশাক রফতানি করেছে চীন। যেখানে ২০২২ সালের একই সময়ে দেশটিতে ৪০২.৯৭ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করেছিল চীন। এক বছর আগের তুলনায় যুক্তরাজ্যের বাজার থেকে দেশটির আয় কমেছে ২১.০১ শতাংশ।
একই সময়ে বাংলাদেশের আয় কমেছে ৮.৯৮ শতাংশ, যা শীর্ষ ৮ দেশের মধ্যে সর্বনিম্ন। এ সময় ৩০১.১৪ কোটি ডলার মূল্যের বাংলাদেশি তৈরি পোশাক গেছে যুক্তরাজ্যে। ২০২২ সালের প্রথম ১০ মাসে ৩৩০.৮৫ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছিল যুক্তরাজ্য। অবশ্য ওজনের ভিত্তিতে সবচেয়ে বেশি পরিমাণ পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যার পরিমাণ ১৭.৮৪ কোটি কেজি।

যুক্তরাজ্যের বাজারে রফতানি কমা শীর্ষ ৮ দেশের মধ্যে সবচেয়ে কম কমেছে বাংলাদেশের। ইনফোগ্রাফিক্স

 

বছর ব্যবধানে শতাংশের হিসাবে যুক্তরাজ্যে তৈরি পোশাক থেকে সবচেয়ে বেশি ২৭.৯৮ শতাংশ আয় কমেছে বাজারটির তৃতীয় শীর্ষ রফতানিকারক দেশ তুরস্কের। ১৫২ কোটি ৯০ লাখ ডলার থেকে দেশটির আয় নেমে এসেছে ১১০ কোটি ১২ লাখ ডলারে।
 
প্রতিবেশী দেশ ভারতের আয় কমেছে ১২ শতাংশের মতো। যুক্তরাজ্যে গেছে ৯৯ কোটি ২৮ লাখ ডলার মূল্যের ভারতীয় পোশাক। যেখানে ২০২২ সালের একই সময়ে গেছে ১১২.৭৭ কোটি ডলারের পণ্য।  
 
তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের আয় কমেছে সাড়ে ১২ শতাংশের বেশি। ৫৩ কোটি ৯৫ লাখ ডলার থেকে দেশটির আয় নেমে এসেছে ৪৭ কোটি ১৬ লাখ ডলারে।
 
এছাড়া যুক্তরাজ্যের তৈরি পোশাকের বাজার থেকে ইন্দোনেশিয়ার আয় কমেছে ২৩.০৯ শতাংশ, শ্রীলঙ্কার ২৪.১৮ শতাংশ, পাকিস্তানের ১৩.২১ শতাংশ এবং কম্বোডিয়ার কমেছে ৯.৭৫ শতাংশ।

 

 

কিউটিভি/আয়শা/১০ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:২৮

▎সর্বশেষ

ad