ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ভেধাভেদ ভু‌লে সবাই মিলে স্মার্ট সাভার ও আশুলিয়া গড়তে চাই-এমপি সাইফুল 

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৪ - ০৬:৩৫:১৮ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ভেধাভেদ ভু‌লে সকলের সহযোগীতায় একটি আধুনিক স্মার্ট সাভার ও আশুলিয়া হিসেবে গড়তে চাই বলে প্রতিশ্রুতি দিলেন নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সাথে সাক্ষাতকালে গণমাধ্যমকর্মীদেরকে এমন কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সাভার ও আশুলিয়ায় কোন চাঁদাবাজ রাখবো না। যারা ফুঁটপাত ও বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে তাদের ভাল হয়ে যাওয়ার অনুরোধ করছি। সেই সাথে সন্ত্রাসীদের প্রয়োজনে সাভার ছাড়তে হবে। সে যে কেউ হোক না কেন। তিনি আরও বলেন, আমি নিজে দলীয়  একটি পদে রয়েছি। তাই আমি সাভার আশুলিয়ার প্রত্যেক নেতাকর্মীদেরকে এক সাড়িতে আনবো। দ্বিমত ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।
সাক্ষাতকালে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ও সংগঠনের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন এই নব নির্বাচিত সংসদ সদস্যকে। উল্লেখ্যঃ ৭ই জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন  সাইফুল ইসলাম। ট্রাক মার্কায় ৮৪৪১২টি ভোট পেয়ে অন্য স্বতন্ত্র প্রার্থী তৌহিদ জং মুরাদ ও প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানকে পিছনে ফেলে তিনি বিজয়ী হন। ডাঃ এনামুর রহমান নৌকায় ৫৬৩৬১ ও তৌহিদ জং মুরাদ ঈগল মার্কায় ৭৬২০১ ভোট পান।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad