ফাইনাল দেখতে মাঠে শাহরুখ-দীপিকা-রণবীর

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৯:২৩:৩০ পিএম

বিনোদন ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছেন শাহরুখ খান। সাদা–নীল জামা ও কালো সানগ্লাস পরে খেলা দেখতে এসেছেন শাহরুখ। গ্যালারিতে তাকে বিসিসিআই সভাপতি জয় শাহর পাশে বসতে দেখা গেছে।

জার্সি পরে গ্যালারিতে এসেছেন তারকা অভিনেত্রী দীপিকাও। আরও এসেছেন- রণবীর সিং, আনুশকা শর্মা ও অনিল কাপুর। দীপিকার সঙ্গে ছিলেন তার বাবা প্রকাশ পাডুকোন। স্ত্রীর সঙ্গে না এসে আলাদাভাবে মাঠে এসেছেন বলিউড তারকা রণবীর। ভারতের জার্সির আদলে তৈরি জ্যাকেট পরে এসেছেন এই অভিনেতা। একসঙ্গে মাঠে না এলেও গ্যালারিতে পাশাপাশিই বসেছেন এই তারকা দম্পতি।

গোটা টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে উপস্থিত থেকে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে উৎসাহ দিয়ে গেছেন স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা। আজ ফাইনালেও কোহলি ও ভারতকে সমর্থন দিতে আহমেদাবাদের গ্যালারিতে এসেছেন তিনি। আনুশকার সঙ্গে ছিলেন তার মা।

অ্চযাঁলতি বছরে পরপর দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশা। সিনেমাগুলো হলো- পাঠান ও জওয়ান। সামনে আসছে তার নতুন সিনেমা ডানকি। ভক্তরা আশা করছেন শাহরুখের এই সিনেমাও ব্লকবাস্টার হবে।

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:২৩

▎সর্বশেষ

ad