
স্পোর্টস ডেস্ক : লাইন মিস করে এলবিডব্লু যশপ্রীত বুমরা। রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি তিনি। অ্যাডাম জাম্পা পেয়েছেন প্রথম উইকেট, ভারত হারিয়েছে তাদের অষ্টম।
ইনিংসে ৩৩ বল বাকি ভারতের, তবে আছে ২ উইকেট। জাম্পার এটিই ছিল শেষ ওভার। ১০ ওভারে ৪৪ রান দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান স্পিনার।
কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫