যে ৪ উপসর্গে বাড়তে পারে কিডনি রোগের ঝুঁকি

uploader3 | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ - ০১:৪১:৫৪ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : দীর্ঘদিন শরীরের প্রতি অনিয়ম আর অবহেলার কারণে দেহে বাসা বাঁধে নানা রোগ। শরীরের ভেতরে কোনো অসুখ জন্ম নিলে তা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। বিশেষ করে কিডনির রোগ হলে তা ধরা পড়ে অনেক দেরিতে। রাতের বেলা যে চার লক্ষণ দেখা দিলে কিডনি রোগ বিষয়ে সতর্ক হওয়া জরুরি।

পা ফুলে যাওয়া : কিডনির সমস্যায় শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে পা এবং গোড়ালি ফুলে যায়। বিশেষ করে সন্ধ্যাবেলা অথবা রাতে পা ফুলতে শুরু করলে এবং সকালে কমে গেলে তা কিডনি রোগের লক্ষণ হতে পারে।

ঘন ঘন প্রস্রাব : রাতের বেলা স্বাভাবিকের তুলনায় বেশিবার মূত্রত্যাগ করতে হলে সতর্ক হওয়া প্রয়োজন। রাতে দুই বা দুইবারের বেশি প্রস্রাব হলে তা কিডনি অসুস্থতার লক্ষণ হতে পারে।

অনিদ্রার সমস্যা : দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনিদ্রার সমস্যা খুবই সাধারণ। চিকিৎসকেরা জানাচ্ছেন, কিডনির সমস্যায় আক্রান্ত মানুষদের ঘুম না আসার সমস্যা সুস্থ মানুষদের তুলনায় অনেক বেশি।

শ্বাসকষ্ট হওয়া : শ্বাসকষ্ট কিডনি রোগের অন্যতম লক্ষণ। শোয়ার সময়ে এই সমস্যা আরও বেড়ে যায়।

কিউটিভি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ১:৪১

▎সর্বশেষ

ad