ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

সিলভিয়ার ”ভালোবাসার বৃদ্ধাশ্রম” নিয়ে ধারাবাহিক পর্ব কাহিনী

superadmin | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ - ১০:৩৭:৪৬ পিএম

সিলভিয়ার বাংলাদেশ ট্রিপ:”ভালোবাসার বৃদ্ধাশ্রম” নিয়ে ধারাবাহিক পর্ব কাহিনী
————————————————————-
১৯৮৩ সাল থেকে শুরু করে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত এরাশাদ বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস ”নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান” এবং এরপরে ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এই কাহিনীর পরবর্তী পরিণতি ”ব্যাংককের ভালোবাসা” এবারের বই মেলায় প্রকাশিত হয়েছিল। অনেকেই বই দুটি সংগ্রহ করেছেন। যারা বইমেলায় সংগ্রহ করতে পারেননি তারা রকমারি.কম থেকে সংগ্রহ করেছেন।

বেশ কিছুদিন আগে প্রকাশক বললেন, দুটা বই লিখেই কি ক্ষ্যান্ত দিলেন ? আর লিখবেন না? এর কিছুদিন পরে প্রকাশককে বললাম, ১৯৯৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত নাহিদের জীবনে ঘটে যাওয়া রাজনৈতিক উপাখ্যান তুলে ধরতে চাই। আমার কথা শুনে প্রকাশক বললেন, আপনি সিলভিয়াকে নিয়ে লিখেন। ব্যাংককের ভালোবাসায় সিলভিয়ার যে আবেদন আপনি সৃষ্টি করেছেন তা আজ অবধি শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। রকমারি.কম এ বইমেলার পর এ কাহিনী গত সাতমাসে বেস্ট সেলারের ১ নম্বর পজিশন ধরে রেখেছে। আপনি সিলভিয়াকে নিয়েই লিখুন।

কি আর করা ? সিলভিয়াকে নিয়ে লিখতে শুরু করলাম। কানাডা থেকে সিলভিয়া আসছে বাংলাদেশে। এই নিয়ে লিখতে গিয়ে অনেক ডালপালা সৃষ্টি হলো। বের হয়ে আসলো কানাডার বেগম পাড়ার অনেক অজানা কাহিনী। আবার সিলভিয়ার আরাধ্য, সিলভিয়ার ভালোবাসার মানুষ রামান সিলভিয়ার বাংলাদেশে আসার গতিপথ পাল্টে দিল। শুরু হল ওদের নেপাল প্লেজার ট্রিপ।

প্রথিতযশা একজন লেখক বন্ধুকে সিলভিয়াকে নিয়ে লেখা পাণ্ডুলিপির অর্ধেকটা দেখতে দিলাম। বন্ধুটি আজ ফোনে জানালো, বন্ধু তোমার এ লেখাটিও ঝড় তুলবে। বেস্ট সেলার হবে এই লেখাটি। লেখক বন্ধুটি কিছুটা অভিমানের সুরে বলল, প্রায় ৩০টি বই বের করে আমার একটি মাত্র বই বেস্ট সেলার হয়েছে আর তুমি শুরুতেই বাজিমাত করতে শুরু করে দিয়েছ। গো এহেড বন্ধু।

২০ বিলিয়ন ডলারের মালিক সিলভিয়া প্যাটারসন বাংলাদেশ আসছে একটি বৃদ্ধাশ্রম তৈরী করার জন্যে। এটি তার বাংলাদেশী প্রেমিক রামান এর প্রতি সম্মান প্রদর্শন করতে যেয়ে সামান্য এক চ্যারিটি প্রোগ্রাম মাত্র। বাংলাদেশে সিলভিয়া আসার পর রামান তাকে নিয়ে ছুটছে বাংলাদেশের সবচেয়ে হতদরিদ্র এক প্রত্যন্ত অঞ্চলে। উদ্যেশ্য, কিছু মানুষের জন্যে সৃষ্টি করতে হবে এক আবাস্থল ”ভালোবাসার বৃদ্ধাশ্রম” ।

সিলভিয়া এখন বাংলাদেশে। নিটোল প্রেমের সঙ্গে ভ্রমণ কাহিনীর এক উপাখ্যান। মূল ভাবনা মানবতার ডাকে সাড়া দেয়া। দেখি সিলভিয়ার বাংলাদেশ ট্রিপ কোথায় নিয়ে যায় পাঠকদের। প্রকাশক আর আমার লেখক বন্ধুর উৎসাহে নয়, আমিও কেমনে জানি লেপ্টে গেছি সিলভিয়ার বাংলাদেশ ট্রিপে।

 

লেখকঃ লুৎফর রহমান একজন রাজনীতিবিদ ও লেখক। তিনি নিয়মিত লেখালেখির পাশাপাশি ইলেক্ট্রনিক নিউজ মিডিয়ার সম্পাদক ও প্রকাশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লুৎফর রহমান ৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরতে দুটি রাজনৈতিক উপন্যাস লিখেছেন, যা দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জীবনের খন্ডচিত্র এঁকে তিনি এখন ব্যাপক পরিচিত।

 

পাদটীকাঃ এখন থেকে প্রতিটি পর্ব কাহিনী এখানে প্রকাশ করা হবে।

 

কিউএনবি /বিপুল/১৭.১০.২০২৩/রাত ১০.৩৩

▎সর্বশেষ

ad