
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির গোলমেশিন খ্যাত তারকা আর্লিং হালান্ড ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের জন্য মনোনীত হয়েছেন। যে তালিকায় আছে জুলিয়ান আলভারেজ, কেভিন ডি ব্রুইন ও বার্নার্দো সিলভার নাম। সঙ্গে ফুটবলের মহাতারকা লিওনেল মেসি তো আছেনই। তাদের মধ্যে কে হবেন ফিফার বর্ষসেরা ফুটবলার, এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে ম্যানচেস্টার সিটির সংবাদমাধ্যম ম্যানচেস্টারসিটিনিউজ একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। যেখানে তারা উল্লেখ করেছে, কোন কোন কারণে আর্লিং হালান্ডের মেসিকে টপকে ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।
গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে হালান্ডের। স্বপ্নের মতো বছরটি তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। সিটিতে যোগ দিয়েই জিতেছেন ট্রেবল। ভেঙে-চুরে দিয়েছেন ইংলিশ ফুটবলের সব পরিসংখ্যান। এক মৌসুমে গড়েছেন সর্বোচ্চ গোলের রেকর্ড। ঘরে তুলেছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সবগুলো টুর্নামেন্টের ৫৩ ম্যাচ খেলে তিনি ৫২ গোলের সঙ্গে ৯ অ্যাসিস্ট করেছেন ম্যানসিটির হয়ে। পাশাপাশি ফিফার বেঁধে দেওয়া সময়ের মধ্যে জাতীয় দল নরওয়ের হয়ে ২ ম্যাচ খেলে তিন গোল করেছেন। তবে ক্লাব ফুটবলের ঈর্ষনীয় পারফরম্যান্স ফিফার বর্ষসেরার পুরস্কারের দাবি জানাচ্ছে।
ফিফা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, গত মৌসুমের ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত সময়ের অর্জনগুলো হিসেবের মধ্যে নেবে ফিফা। এই সময়ের মধ্যে আর্জেন্টিনার ৩৬ বছর বয়সী অধিনায়ক লিগ ওয়ানের শিরোপা জিতেছেন। ২০ গোল আর ২০ অ্যাসিস্টে পিএসজিতে মৌসুম শেষ করে পাড়ি জমান মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। সেখানে গিয়েই জিতেছেন লিগস কাপের শিরোপা। এমএসএসে যে দলটা টানা ১১ ম্যাচ ছিল জয়হীন, তাদেরকে দিয়েছে মহাদেশীয় শিরোপা। ৭ ম্যাচে তিনি করেছেন ১০ গোল, করিয়েছেন একটি। মেজর লিগ সকারে ৩ ম্যাচ খেলে ১ গোল দিয়েছেন। এছাড়া করিয়েছেন আরও দুটি। আর তাতে ফিফার বর্ষসেরার দৌড়ে।
কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:২৬






