
স্পোর্টস ডেস্ক : ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপ-রাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্র’-এর বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ হচ্ছে।
জুমার নামাজের পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন তারা। এ সমাবেশে আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫০






