ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

যৌন হয়রানির দায়ে গ্রেফতার হলেন রিয়াল মাদ্রিদের ৩ ফুটবলার

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:৪০:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়ের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় লস ব্লাঙ্কোদের বয়সভিত্তিক দলের সেই প্লেয়ারদের গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ। এ মাসের শুরুতে ক্যানারি দ্বীপপুঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন ভুক্তভোগী ১৬ বছর বয়সি মেয়েটির মা। 

সিভিল গার্ড পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের অনুশীলনের মাঠ থেকে তিন খেলোয়াড়কে আটক করা হয়। অভিযুক্তদের বয়স ২১-২২ বছরের মধ্যে। সিভিল গার্ড পুলিশের মুখপাত্র বলেন, ‘অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সে জন্য তাদের গ্রেফতার করা হয়েছে।’

রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়, রিয়াল ‘বি’ দলের এক খেলোয়াড় এবং ‘সি’ দলের তিন খেলোয়াড়ের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ভিডিও ছড়ানোর অভিযোগ সম্পর্কে তারা জানেন। পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানায় রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ দৈনিক এল কনফিডেন্সিয়ালের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভুক্তভোগী ১৬ বছর বয়সি মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছিল রিয়ালের ‘সি’ দলের এক খেলোয়াড়। ফিজিক্যাল রিলেশনের ভিডিও ধারণ করে বন্ধুদেরও পাঠিয়েছিল সে।

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৯

▎সর্বশেষ

ad