
স্পোর্টস ডেস্ক : নানা অভিযোগে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে অলিভার কানকে বরখাস্ত করেছিল বায়ার্ন মিউনিখ। জার্মানির সাবেক এই অধিনায়ক চাইলে এবার নতুন গন্তব্য খুঁজে বেছে নিতে পারেন। সৌদি আরবেরর ক্লাব আল হিলাল তাকে ক্লাবটির সিইও হিসেবে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে।
সৌদি গণমাধ্যম আল-শারক আল-আওসাত তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আল রিয়াদের ম্যাচের আগের দিন অলিভার কান আল হিলালের অনুশীলন দেখতে গিয়েছিলেন। সেখানে ক্লাব কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন আল হিলালের পর্তুগিজ কোচ জেসুস, বর্তমান সিইও ইব্রাহিম আল-জারবুর। পরে ক্লাবের ফুটবলারদের সঙ্গে তাকে ছবি তুলতে দেখা যায়।
গত মৌসুমটা একদমই ভালো কাটেনি বায়ার্ন মিউনিখের। দলের গোপন খবর বাইরে প্রকাশ করার দায়ে মৌসুমের মাঝপথেই কোচ জুলিয়ান নাগালসম্যানকে ছাটাই করে। এক নারী ক্রীড়া সাংবাদিকের প্রেমে পড়েছিলেন নাগালসম্যান। তার কাছে সব গোপন তত্ব ফাঁস করেন তিনি। তাই তাকে বিদায় করে চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ থমাস টুখেলকে নিয়োগ দেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতেই হয়। পরে প্রায় হারতে বসা বুন্দেসলিগাও শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতে নেয় তারা। কিন্তু তাতে বায়ার্ন কর্তৃপক্ষের মন গলেনি। দায়িত্বে গাফিলতি পাওয়ায় তাকে ছাটাই করে বাভারিয়ানরা।
কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৮






