ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নওয়াজের সংবর্ধনায় বিমানবন্দরে ১০ লাখ লোক জড়ো করার প্রস্তুতি মুসলিম লিগের

uploader3 | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ - ০২:৫৫:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরার একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সুপ্রিমো আগামী ১৫ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে পাকিস্তানের লাহোরে পৌঁছাবেন। 

দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সামা টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানিয়েছে, নওয়াজ শরিফ বিশেষ ফ্লাইটের পরিবর্তে যাত্রীবাহী সাধারণ উড়োজাহাজে করে পাকিস্তানে ফিরবেন।

দলীয় সূত্র আরও জানিয়েছে, পাকিস্তানে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা আয়োজনের জন্য পিএমএল-এনের কেন্দ্রীয় নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন নওয়াজ শরিফ। সংবর্ধনায় সর্বাধিকসংখ্যক লোক জড়ো করার জন্য দলের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ এ সংবর্ধনাসংক্রান্ত বিষয়গুলোর তদারকি করছেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, পিএমএল-এন নেতা সাইফ-উল-মুলুক খোখার বলেছেন, নওয়াজ শরিফকে ১০ লাখ মানুষ বিমানবন্দরে স্বাগত জানাবেন।

নওয়াজ শরিফের ছোটভাই সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সম্প্রতি বলেছিলেন, পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে অক্টোবরে পিএমএল-এন সুপ্রিমো দেশে ফিরবেন।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এর পর তিনি আর দেশে ফেরেননি।

এর আগে ২০১৯ সালের ২৬ মার্চ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামিন আবেদন মঞ্জুর করেন দেশটির সুপ্রিমকোর্ট। ছয় সপ্তাহের জামিন আবেদন মঞ্জুর করে তাকে পাকিস্তানেই চিকিৎসা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

পরে ২০১৯ সালের নভেম্বর মাসে লাহোর হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি দেয়। 

কিউটিভি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৫৫

▎সর্বশেষ

ad