
ডেস্ক নিউজ : সবুজ গাছগাছালি ও পাখির কিচির-মিচির শব্দে মুখরিত চারদিক। রয়েছে ফোয়ারা, পুল, মনোরম হ্রদ, জাদুঘর, দর্শনার্থী কেন্দ্র, হাঁটার পথ এবং জগিং ট্র্যাক, মরুদ্যান, বাগান। কুয়েতের নামকরা স্থাপনাসহ পার্কের বিভিন্ন স্থানে দেখা যায় বিভিন্ন শৈল্পিক ভাস্কর্য। আল শহীদ পার্ককে কুয়েতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবুজ অবকাঠামো প্রকল্প হিসাবে বিবেচনা করা হয়। এটি বিশ্বের বৃহত্তম গ্রিন রুফগুলোর মধ্যে একটি।
আল শহীদ পার্ক আরব বিশ্বের সবচেয়ে বড় সবুজ ছাদ প্রকল্প। এটিকে অত্যাধুনিক স্থাপত্য এবং শিল্পকর্মসহ একটি সম্পূর্ণ সমন্বিত সাংস্কৃতিক প্ল্যাটফর্মও বলা হয়। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য পার্কটিতে রয়েছে বিশাল আউটডোর কনসার্ট থিয়েটার। দর্শনার্থীদের জন্য পার্কের ভেতরে বিভিন্ন স্থানে রয়েছে বসার ব্যবস্থা। রেস্তোরাঁসহ পার্কের ওপরে বেশ কয়েকটি গ্রিনরুফ ভবনও রয়েছে।
কিউটিভি/আয়শা/৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২১