ব্রেকিং নিউজ
জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী কুড়িগ্রামে ছাত্রদলের উদ্যোগে পালিত হাইকোর্টে ড. ইউনূসের আবেদন খারিজ, ১২ কোটি টাকা কর দিতে হবে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি : মির্জা ফখরুল ‘নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান’ ৯০’র গণ অভ্যুত্থানের ইতিহাস-রিজভী সরকারের হিংস্রতা রাজপথে,কারাগারে সমভাবে বিরাজমান : রিজভী রিজভী’র কারামুক্তিতে ‘রিজভী মুক্তি পরিষদ’র সন্তোষ প্রকাশ মির্জাপুরে কৃষক দলের ইফতার, আলোচনা সভায় যা বললেন সাঈদ সোহরাব একজন দেশপ্রেমিক জাফরুল্লাহ চৌধুরীর চির বিদায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা বঞ্চিত কুড়িগ্রাম বাসী

৫ উপাদানে নতুন করে তুলুন রান্নাঘরের সিংক

uploader5 | আপডেট: ২৪ মে ২০২৩ - ০১:১৩:২২ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : মাছ, মাংস, সব্জি ধোয়ার পর নিয়মিত রান্নাঘরের সিংক পরিষ্কার করে নেয়ার পরও কেমন একটা দাগ পরে যায় সিংকে। কীভাবে পরিস্কার করবেন, ঠিক বুঝে উঠতে পারছেন না।

আসলে অনেক সময় গরম ভাতের মার, সাবানে থাকা ক্ষার অথবা অনেকস্থানে পানিতে থাকা অতিরিক্ত আয়রন থেকে স্টিলের সিংকে এমন দাগ হতেই পারে। পরবর্তী কালে এই দাগ পড়ে যাওয়া জায়গার উপরই জং পড়ে।

তাই নিয়মিত সিংক পরিষ্কার করা জরুরি। কিন্তু কী দিয়ে সিংক পরিষ্কার করবেন? রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তা নতুনের মতো ঝকঝকে করে তোলা যায়।

১) সিংক পরিস্কারে বেকিং সোডা

একটি পাত্রে বেকিং সোডা ও পানি মিশিয়ে তাতে বেশ কয়েকটি কাগজের টুকরো ডুবিয়ে রাখুন। এ বার সেই ভেজা কাগজগুলি সিংকের ধার বরাবর ছড়িয়ে ২০ মিনিট রেখে দিন। এই পদ্ধতিতে কেবল জীবাণু দূর হবে না, সিংকের ধারে জমে থাকা পানির দাগও পরিষ্কার হবে।

২) সিংক পরিস্কারে ভিনেগার

স্ক্রাবারে ভিনেগার নিয়ে সিংক ভাল করে ঘষে নিন। ওই অবস্থায় রেখে দিন ঘণ্টাখানেক। তার পর বাসন মাজার তরল সাবান দিয়ে ভাল করে ধুয়ে নিলেই সিংক আবার নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।

৩) সিংক পরিস্কারে লেবু

সিংকে সামান্য বেকিং সোডা ছড়িয়ে তারপর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। পানিতে থাকা আয়রনের নাছোড় দাগও উঠে যাবে এই মিশ্রণ ব্যবহার করলে।

৪) সিংক পরিস্কারে তরল সাবান

সিংকে জমা তেল পরিষ্কার করতে অব্যর্থ বাসন মাজার তরল সাবান। হাতে যদি খুব সময় না থাকে, সে ক্ষেত্রে প্রতি বার বাসন মাজার শেষে তরল সাবান দেওয়া স্ক্রাবার দিয়ে ঘষে নেওয়ার অভ্যাস করুন।

৫) সিংক পরিস্কারে অলিভ অয়েল

পুরনো স্টিলের সিংকে নতুনের মতো জেল্লা এনে দিতে পারে অলিভ অয়েল। সাবান বা বেকিং সোডা দিয়ে সিংক ধুয়ে, শুকিয়ে নেওয়া পর। শুকনো কাপড়ে অলিভ অয়েল নিয়ে সিংকে ভাল করে মাখিয়ে নিলেই তা নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।

কিউটিভি/অনিমা/২৪ মে ২০২৩,/দুপুর ১:১৩

▎সর্বশেষ

ad