
আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২৯ এপ্রিল) ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এ ঘটনায় প্রশংসায় ভাসছে ডিলন রিভস নামে ওই ছাত্র। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা ওই বাসের ভেতরের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছিল।
ওই ভিডিওতে দেখা যায়, ওই ড্রাইভার কর্মকর্তাদের রেডিও ম্যাসেজ পাঠাচ্ছেন যে তিনি অসুস্থতা অনুভব করছেন এবং তার বিশ্রাম দরকার। এর কিছুক্ষণ পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং স্টিয়ারিং চাকার ওপর পড়ে যান। এতে বাসটি তার লেন থেকে আলাদা হয়ে পড়ে। এ ঘটনা দেখে বাসটিতে থাকা শিক্ষার্থীরা কান্নাকাটি শুরু করে দেয়।
মুহূর্তের মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় দেন ১৩ বছরের শিশু ডিলন রিভস। নিজের আসন থেকে ছুটে এসে ব্রেক চেপে ধরেন। স্টিয়ারিং ধরে নিয়ন্ত্রণ নেন বাসটির। তাতে বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান সব শিক্ষার্থী। এরপর থেকেই সবার মুখে মুখে ডিলন রিভস। রীতিমতো তারকা বনে গেছেন ১৩ বছর বয়সী এ কিশোর। সাহসী এ কাজের ভূয়সী প্রশংসা করেছে স্কুল কর্তৃপক্ষ। ছেলের কাজে গর্বের শেষ নেই বাবা-মারও।
স্কুল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, চালক অচেতন হয়ে যাওয়ার পর পুরো বাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এর মধ্যেও ডিলন নিজেকে শান্ত রেখে পরিস্থিতি সামাল দিয়েছে। সে যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা এককথায় অসাধারণ। তার জন্যই আমাদের স্কুলের প্রায় ৬৬ শিক্ষার্থী এখন নিরাপদে আছে।
ডিলন রিভসের বাবা বলেন, পুলিশ যখন আমাকে কল করে, তখন আমি আতংকিত হয়ে পড়ি। তখন তারা আমাকে শান্ত হতে বলে এবং জানায় আমার ছেলে তার বুদ্ধিমত্তার মাধ্যমে নায়ক বনে গেছে। অসুস্থ চালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ওই নারী চালকের দুর্ঘটনার কোনো রেকর্ড নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:৪০