ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দিল নিউজিল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ - ০৯:৩৫:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান তোলে নিউজিল্যান্ড।

প্রথম ম্যাচে ২৮৮ রান তুলে হার এড়াতে পারেনি টম লাথামের দল। তাই দ্বিতীয় ম্যাচে রান তোলায় গতি বাড়িয়েছেন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১২৯ রান করেন ডার্লি মিচেল। মিচেলের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কার মার। তিনি ১২৯ রান করতে খরচ করেছেন ১১৯ বল। 

এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৯৮ রান করেন কিউই অধিনায়ক টম লাথাম। তাকে ২ রানের আক্ষেপে পোড়ান পাকিস্তানি পেসার হারিস রউফ। ৪৬.৫ ওভারে দলীয় ৩১২ রানে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন লাথাম। তাতে সেঞ্চুরি না ছোঁয়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। 

কিউইদের পক্ষে ৫১ বলে ৫১ রান করেন ওপেনার চাঁদ বোয়েস। ১৯ রান করেন আরেক ওপেনার উইল ইয়াং। শেষ দিকে ১৭ রান করে অপরাজিত থাকেন জেমন নিশাম এবং অপরাজিত ৬ রান করেন হেনরি নিকলস। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন হারিস রউফ। 

 

 

কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:৩৫

▎সর্বশেষ

ad