ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

বাইডেনকে ‘বয়স্ক’ বললেন কিম জং উনের বোন

uploader3 | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ - ০৯:২৯:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন ও দেশটির শীর্ষ পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তা কিম ইয়ো জং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে কড়া কথা বলেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ‘বয়স্ক’ ও ‘ভুল হিসাবকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন। দ্য গার্ডিয়ান। 

কিমের বোন অঙ্গীকার করেছেন, উত্তরের পারমাণবিক হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার করা নতুন চুক্তির প্রতিক্রিয়ায় তার দেশ আরও সামরিক শক্তি প্রদর্শন করবে। কারণ তারা পিয়ংইয়ংয়ের প্রতি ‘চরম’ শত্রুতা পোষণ করছে।

তিনি বাইডেনকে হুমকি দিয়ে বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক আগ্রাসনের ফলে তার শাসনের অবসান ঘটবে। তিনি বাইডেনকে ‘দায়িত্বজ্ঞানহীন সাহসী’ বলেও অভিহিত করেন। 

রাষ্ট্রীয় গণমাধ্যমকে ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পাদিত হওয়া চুক্তিটি উত্তরের বিরুদ্ধে সবচেয়ে আক্রমণাত্মক পদক্ষেপ। এই চুক্তি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে আরও গুরুতর বিপদের মধ্যে ঠেলে দেবে। তবে চুক্তিটি উত্তরের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বৃদ্ধির প্রত্যয়কে আরও শক্তিশালী করেছে বলে তিনি মনে করেন।

ইয়ো জং বলেন, ওই চুক্তির কারণে উত্তর কোরিয়া পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের দ্বিতীয় মিশনে নামতে বাধ্য হচ্ছে। শত্রুরা যত বেশি পারমাণবিক যুদ্ধের মহড়া দেবে, ততই আমাদের আত্মরক্ষার অধিকার শক্তিশালী হবে। তারা কোরীয় উপদ্বীপের আশেপাশে যত বেশি পারমাণবিক অস্ত্র স্থাপন করবে, আমরা ততই স্বশক্তি নিয়ে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ব।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত সামরিক মহড়াকে আক্রমণাত্মক হিসেবে বর্ণনা করছে। যদিও দক্ষিণ কোরিয়া মহড়াগুলোকে প্রতিরক্ষামূলক বলে উল্লেখ করে আসছে।

উত্তর কোরিয়ার নিয়মিত ক্ষেপণাস্ত্র মহড়ায় বিরক্ত যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। উত্তরের এই আচরণের বিরুদ্ধে জাতিসংঘকেও পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে তারা। তবে চীন-রাশিয়া উত্তর কোরিয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

কিউটিভি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:২৯

▎সর্বশেষ

ad