ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

জাপানে অনুমোদন পেল গর্ভপাতের পিল

Ayesha Siddika | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ - ০৮:৫৭:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো মুখে খাওয়ার গর্ভপাতের পিল বিক্রির অনুমোদন দিয়েছে জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিক পর্যায়ে গর্ভাবস্থা বন্ধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন থেকে জাপানেও মিলবে এই পিল। শনিবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, জাপানে গর্ভপাত ২২ সপ্তাহ পর্যন্ত বৈধ। তবে এজন্য স্বামী বা সঙ্গীর কাছ থেকে সম্মতি প্রয়োজন হয়। এছাড়া প্রাথমিকভাবে গর্ভপাতের জন্য শুধুমাত্র একটি অস্ত্রোপচারের অনুমোদন ছিল। এর আগে অস্ত্রোপচার পদ্ধতিটি জরায়ুর ক্ষতির ঝুঁকি হিসেবে সমালোচিত হয়েছে দেশটিতে।

শুক্রবার (২৮ এপ্রিল) স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি লাইনফার্মার তৈরি (মেফিগো প্যাক) ওষুধটির অনুমোদন দিয়েছে। গর্ভাবস্থার প্রথম দিকে থাকা নারীদের অস্ত্রোপচার পদ্ধতির বিকল্প হিসেবে কাজ করবে এই পিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, লাইনফার্মার পিলটি ৯ সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ বন্ধ করতে পারে। এছাড়াও পিলটি অস্ত্রোপচার গর্ভপাতের চেয়ে নিরাপদ বলে ধারণা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, প্রায় ১২ হাজার নারীর প্রতিক্রিয়া পেয়ে পিলটির উৎপাদন এবং বিপণন অনুমোদিত হয়েছে। জাপানে ২০২১ অর্থবছরে ১ লাখ ২৬ হাজার ১৭৪টি গর্ভপাতের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, লাইনফার্মা জানিয়েছে, তাদের পিলটির সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেটে ব্যথা এবং রক্তপাত। এ জন্য যে সকল গর্ভবতী নারীরা এই ওষুধটি গ্রহণ করবে তাদের অবশ্যই হাসপাতালে থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গর্ভপাতের জন্য প্রয়োজনীয় ওষুধের তালিকায় ওষুধটি অন্তর্ভুক্ত করেছে।

লাইনফার্মা আরও জানায়, তাদের পিলটি বিশ্বের ৮০টি দেশে পাওয়া যায়। জাপানে পিলটির অনুমোদন দেওয়ার উদ্দেশ্য হল প্ররোচিত গর্ভপাত এবং বন্ধ্যাকরণ সংক্রান্ত গর্ভবতী নারীদের জীবন ও স্বাস্থ্য রক্ষা করা।

 

কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৮:৫২

▎সর্বশেষ

ad