
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে শনিবার ২-১ ব্যবধানে জিতেছে সাদাকালোরা। ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
৬০তম মিনিটে স্পট কিক থেকে গোল করে মোহামেডানকে লিড এনে দেন সোলেমান দিয়াবাতে। ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৮১তম মিনিটে মো. তারেকের গোলে ব্যবধান কমায় চট্টগ্রাম আবাহনী। এদিনের জোড়া গোলে চলতি আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষ স্থানে বসলেন সোলেমান দিয়াবাতে। ১১ গোল নিয়ে মালির এই ফরোয়ার্ড বসলেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ডরিয়েলটনের পাশে।
কোচ বদলের পর দ্বিতীয় পর্বে দারুণ খেলছে মোহামেডানে। নতুন কোচ আলফাজ আহমেদের নেতৃত্বে দ্বিতীয় পর্বে তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেল দলটি। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট মোহামেডানের। শেখ জামালের পয়েন্ট সমান হলেও গোলগড়ে তারা নেমে গেছে চতুর্থ স্থানে। ১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে দশম স্থানে।
কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৮:০০