ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

বিয়ের পর এত ঝামেলা আগে বুঝিনি: অপু বিশ্বাস

Ayesha Siddika | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ - ০৭:৫১:৫৬ পিএম

বিনোদন ডেসক্ : ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। এরপর এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।

ক্যারিয়ার যখন মাত্র ২ বছর অতিক্রম হয়, ঠিক তখনই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ২০০৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘মা একটা সময় শাকিবের সঙ্গে কথা বলতে দিতো না, ঘুরতে দিতো না। মা আমাকে কড়া শাসনে রাখতেন। তিনি বলতেন কাজের বাইরে কোনো কিছু করা যাবে না। আমি যখন শাকিবের সঙ্গে দু’তিনটা মুভি শেষ করে ফেললাম, ছবিগুলো হিট হলো। তখনও মা তার জায়গায় শক্ত অবস্থানে ছিলেন। শাকিবের কথা বললেই মা অনেক রাগ করতেন, যদি অতিরিক্ত কথা বলতাম তখন থাপ্পড়ও দিতেন।’

অপু আরও বলেন, একদিন মায়ের সঙ্গে শাকিবের হট টক হয়েছিল। মা তখন বলেছিলেন, তোমাদের দু’জনের পছন্দ হলে বিয়ে কর। তার পর ঘোরো। আমি আমার মেয়েকে অনেক ভালোবেসে বড় করেছি। তখন শাকিব মাকে বলেছিল, আমি ওকে (অপু বিশ্বাস) রেসপেক্ট করি। আপনার কথা অবশ্যই রাখব। আমি আপনার কথা রাখার চেষ্টা করব। তারপর শাকিব আমাকে বিয়ের কথা বলল। তখন গোপনে বিয়ে করে ফেলি। বিয়ের সময় আমার বোন ও কাজিন ছিল।’


দর্শকদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, ‘বিয়ে করার আগে চিন্তা করবেন। আমার মতো হুটহাট সিদ্ধান্ত নিয়ে কেউ বোকামি করবেন না। বিয়ের পর এত ঝামেলা আমি আগে বুঝিনি। আবেগে বিয়ে করে ফেলি। মূলত শাকিবের সঙ্গে ফ্রি কথা বলার জন্য বিয়ে করেছিলাম।’ 

 

 

কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫৩

▎সর্বশেষ

ad