ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

মুমিনের সব কথা যেন কল্যাণময় হয়

Ayesha Siddika | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ - ০৭:৪৯:৩৫ পিএম

ডেস্ক নিউজ : ২৪ ঘণ্টা যাপিত জীবনে আমরা কী করছি, কী শুনছি? সব কিছু আমাদের রব পরখ করে দেখছেন প্রতি মুহূর্তে। নিজের অজান্তেই আমরা অনেক সময় এমন কথা বলি, যা নিজেদের বিশাল ক্ষতি ডেকে আনে। অথচ আমরা বিষয়গুলোকে মামুলি মনে করে থাকি। বিলাল ইবনুল হারিস আল-মুজানি (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলে, যার সম্পর্কে সে ধারণাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছবে, অথচ আল্লাহ তাআলা তার এ কথার কারণে তাঁর সঙ্গে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার জন্য স্বীয় সন্তুষ্টি লিখে দেন।

আবার তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কখনো আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা বলে, যার সম্পর্কে সে চিন্তাও করে না যে তা কোন পর্যন্ত গিয়ে পৌঁছবে। অথচ এ কথার কারণে আল্লাহ তাআলা তার সঙ্গে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে দেন। (জামে তিরমিজি, হাদিস : ২৩১৯) আমরা যদি নিজের জীবনে এই প্রতিজ্ঞা করে নিই যে আমি কখনো অকল্যাণকর কথা বলব না এবং তা শুনব না। সর্বোপরি নিজে এ থেকে বেঁচে থাকার চেষ্টা করব।

আর আমি যদি এভাবে সংকল্প করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে বাস্তবায়ন করার তাওফিক দান করবেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে জ্বালাতন না করে। যে লোক আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। (সহিহ বুখারি, হাদিস : ৬০১৮)

কেননা আল্লাহ তাআলার জিকির ছাড়া বেশি কথা বললে অন্তর কঠিন হয়ে যায়। আর নিঃসন্দেহে কঠিন অন্তরের লোক আল্লাহ তাআলা থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। (জামে তিরমিজি, হাদিস : ২৪১১) আল্লাহ তাআলা আমাদের যাবতীয় অকল্যাণকর কথা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।

 

 

কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad