
স্পোর্টস ডেস্ক : টটেনহ্যাম হটস্পারের ভারপ্রাপ্ত কোচ রায়ান ম্যাসন মনে করেন, প্রাপ্য প্রশংসা কখনোই পান না হ্যারি কেইন। ইংল্যান্ড জাতীয় দল ও প্রিমিয়ার লিগে নিজের ক্লাব টটেনহ্যামের সর্বোচ্চ গোলদাতা হয়েও কেইন সময়ের সেরাদের আলোচনায় সেভাবে থাকেন না। যা নিয়ে রায়ান ম্যাসনের কণ্ঠে আক্ষেপটা স্পষ্ট হয়েই ফুটে উঠল।
ম্যাসন বলছেন, ‘তিনি (কেইন) ফুটবলার হিসেবে কতটা ভালো তা এই দেশ সম্ভবত উপলব্ধি করে না। তিনি অবিশ্বাস্য এক ফুটবলার। এই জায়গায় আমি সবসময় বেশ ধারাবাহিক ছিলাম। আমি তার সঙ্গে খেলেছি, দেখেছি এবং জানি সে কেমন খেলোয়াড়।’ব্যক্তিগত অর্জন অনেক থাকলেও কেইনের কেবিনেটে নেই কোনো ট্রফি। এটাই হয়তো তাকে সময়ের সেরাদের আলোচনায় পিছিয়ে দেয়। রায়ান ম্যাসন মনে করেন, অবসর নিলে হয়তো সবাই বুঝতে পারবেন কতটা ভালো ছিলেন কেইন।
‘এটা সম্ভবত স্বাভাবিক, আমার মনে হয় আমরা সব গ্রেট প্লেয়ারদের নিয়েই এমনটা বলে থাকি। হয়তো ১০ বছরের মধ্যে আমরা পেছনে ফিরে তাকাব এবং বলব হ্যারি আসলেই দুর্দান্ত এক খেলোয়াড় ছিলেন। যখন তাকে ফুটবল খেলতে দেখে উপভোগ করছিলাম তখন আরও বেশি উদযাপন করা উচিত ছিল।’- বলেন টটেনহ্যামের ভারপ্রাপ্ত কোচ রায়ান ম্যাসন।
কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩