
বিনোদন ডেস্ক : এছাড়াও সিনেপ্লেক্সের দুই একটি শাখায় ছবিটি চালানোই হয়নি। অন্যদিকে ঈদে মুক্তি পাওয়া অনন্ত-বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমাটির এসকেএস টাওয়ারে একটি থেকে বাড়িয়ে দুটি করা হয়েছে। রাজধানীর সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার এ এখনও চারটি শো চলছে ছবিটির।
সিনেমাটির অভিনেত্রী বর্ষা এই মুহূর্তে রয়েছেন দুবাই। তিনি সেখান থেকেই সিনেমাটির খোঁজ খবর রাখছেন। বর্ষা হোয়াটঅ্যাপে বলেন, আমরা বিশ্ব বাজারের কথা মাথায় রেখে একটি ছবি নির্মাণ করি সেই সঙ্গে অভিনয়ও করি। এবার আমরা নিজেদের প্রযোজনার বাইরে এসে সিনেমাটিতে অভিনয় করি। দর্শকরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তা দিন দিন দর্শকেরাই প্রমাণ করছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি জানতে পেরেছি সিনেপ্লেক্সগুলোতে টিকিট না পেয়ে দর্শকরা এখনও ফিরে যাচ্ছেন। নেকে টিকেট না পেয়েও চলে যাচ্ছে। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।
কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:১৫