ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

সিনেপ্লেক্সে কমেছে ‘লিডার’, বেড়েছে ‘কিল হিম’র দাপট

Ayesha Siddika | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ - ০৬:১৭:৪৪ পিএম

বিনোদন ডেস্ক : এছাড়াও সিনেপ্লেক্সের দুই একটি শাখায় ছবিটি চালানোই হয়নি। অন্যদিকে ঈদে মুক্তি পাওয়া অনন্ত-বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমাটির এসকেএস টাওয়ারে একটি থেকে বাড়িয়ে দুটি করা হয়েছে। রাজধানীর সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার এ এখনও চারটি শো চলছে ছবিটির।

‘কিল হিম’ সিনেমাটির পরিচালক ইকবাল জানান, সিনেমাটি মুক্তির পর থেকে সবখানেই ভালো ব্যবসা করেছে। ইতোমধ্যে সিনেমাটির সেল আশা জাগানিয়া। এক এক করে সিনেমাটি শো বেড়েছে, সেই সঙ্গে দর্শকরা এখনও সিনেমাটি দেখতে আসছেন। আরও দুই সপ্তাহ সিনেমাটি দাপিড়ে বেড়াবে বলে তিনি জানান।

সিনেমাটির অভিনেত্রী বর্ষা এই মুহূর্তে রয়েছেন দুবাই। তিনি সেখান থেকেই সিনেমাটির খোঁজ খবর রাখছেন। বর্ষা হোয়াটঅ্যাপে বলেন, আমরা বিশ্ব বাজারের কথা মাথায় রেখে একটি ছবি নির্মাণ করি সেই সঙ্গে অভিনয়ও করি। এবার আমরা নিজেদের প্রযোজনার বাইরে এসে সিনেমাটিতে অভিনয় করি। দর্শকরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তা দিন দিন দর্শকেরাই প্রমাণ করছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি জানতে পেরেছি সিনেপ্লেক্সগুলোতে টিকিট না পেয়ে দর্শকরা এখনও ফিরে যাচ্ছেন। নেকে টিকেট না পেয়েও চলে যাচ্ছে। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।

মো. ইকবাল পরিচালিত ‘কিল হিম’ সিনেমার নায়ক অনন্ত -বর্ষা ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল, শিবা শানু, জাদু আজাদ প্রমুখ। ‘কিল হিম’র মাধ্যমে প্রথমবার অন্য কারও প্রযোজিত সিনেমায় অভিনয় করলেন অনন্ত জলিল ও বর্ষা। 

 

 

কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

▎সর্বশেষ

ad