শাহিন-রউফদের বোলিং নিয়ে কাটাছেঁড়া করলেন রমিজ রাজা

Ayesha Siddika | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ - ০৪:৫৯:৩৫ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডির ব্যাটিং পিচে ৫ উইকেটে জয় তুল নিতে তেমন একটা বেগ পেতে হয়নি বাবর আজমের দলের। তবে এমন জয়ের পরেও দুই ক্রিকেটারের সমালোচনা করেছেন সাবেক পিসিবিপ্রধান।

বর্তমান সময়ে পাকিস্তানের সেরা দুই পেসারের নাম শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ। শুধু পাকিস্তানেই নয়, গোটা বিশ্বজুড়েই বেশ খ্যাতি এই দুই পেসারের। তবে রমিজ রাজা মনে করেন, এখনও ঘাটতি আছে দুজনেরই। সাবেক বোর্ডপ্রধানের মতে, দুজনেরই বোলিংয়ে গতি বাড়ানো দরকার।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন, ‘হারিস রউফের বোলিং নিয়ে প্রশ্ন আছে। আমি মনে করি, সে লেংথ বোলার হিসেবে অতটা কার্যকর নয়। সে এর চেয়ে ভালো ইয়র্কার অথবা গতির তারতম্য দিয়ে বোলিং করুক। সামগ্রিকভাবে তার গতি কমেছে। আমি ঠিক জানি না, সে নিজেই গতি কমিয়ে বোলিং করছে কি না। ধরুন, একটা ১০ ওভারের স্পেল, তখন আমি বুঝতে পারি যে ২–৩ ওভারে খুব বেশি গতি দেওয়ার দরকার নেই। তবে সব মিলিয়ে আমি মনে করি, তার গতি আরেকটু বাড়াতে হবে।’  

কিউইদের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের পর শাহিন শাহের সমালোচনা করেছেন তার শ্বশুর শহিদ আফ্রিদি। এবার যোগ দিলেন রাজাও। আফ্রিদির প্রসঙ্গে রমিজের বক্তব্য, ‘ভবিষ্যতে শাহিন আফ্রিদির গড় গতি ১৩৬ কিলোমিটার থেকে আরও বাড়াতে হবে। বিশেষ করে এ ধরনের পিচে নিজের বোলিংটা বুঝতে হবে আপনাকে। এখানে আপনি মুভমেন্ট পাবেন না। তাই এখানে কার্যকরী হতে হলে আপনার বৈচিত্র্য থাকতে হবে, গতির তারতম্য আনতে হবে অথবা থাকতে হবে তীব্র গতি।’

 

 

কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad