তিনতলা থেকে মোটরসাইকেলের ওপর পড়ে প্রাণে বাঁচল শিশু

Ayesha Siddika | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ - ০৮:৫৪:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ৩০ ফুট উঁচু  বর্থাত তিন তলা থেকে পড়ে যায় চার বছরের শিশু। নিচে পড়ে আবারও উঠে দাঁড়ায় সে। তারপর হেঁটে চলে যায়। যেন কিছুই হয়নি। বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। পরে তা কেউ একজন টুইটারে পোস্ট করলে ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যায়, নিচে থাকা একটি মোটরসাইকেলের ওপর পড়ে প্রাণে বেঁচে যায় শিশুটি। এটিকে অলৌকিক বলছেন অনেকে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ওয়াসিম জেলায়। সেখানকার রিসোদ টাউনের মহানন্দা কলোনিতে থাকে মেয়েশিশুটি।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বারান্দায় বসে খেলছিল সে। আচমকাই ভারসাম্য হারিয়ে পড়ে যায়। বাড়ির সামনে রাখা ছিল একটি বাইক। ৩০ ফুট উঁচু থেকে প্রথমে বাইকের সিটে পড়ে। তারপর পিছলে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পর শিশুটি নিজেই উঠে দাঁড়ায় এবং হেঁটে ভেতরে ঢুকে যায়।

 

 

কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:৫২

▎সর্বশেষ

ad