১৫ বছরের জমানো অর্থে ওমরাহ পালন, এবার হজের ইচ্ছা

Ayesha Siddika | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ - ০৮:৩৭:২০ পিএম

ডেস্ক নিউজ : বয়সের ভারে ন্যুব্জ ৮২ বছর বয়সী আবদুল কাদির বখশ। জীবনের পড়ন্ত বেলায়ও পিছু ছাড়েনি অভাব-অনটন। তাই পেটের তাগিদে ছাগল চরানোর কাজ করেন পাকিস্তানের বেলুচিস্তানের এই বাসিন্দা। শত দুঃখ-কষ্টের মধ্যেও তাঁর অন্তর ছিল আল্লাহর ভালোবাসায় ভরপুর।

চরম অসহায়ত্বের মধ্যেও মনে পুষেছিলেন পবিত্র কাবাঘর ও রওজা শরিফ দেখার স্বপ্ন। তাই স্বপ্ন পূরণে যতটুকু সম্ভব সঞ্চয় শুরু করেন। সামান্য পরিমাণ হলেও এই ধারা অব্যাহত রাখেন তিনি। অতঃপর দীর্ঘ ১৫ বছরের জমানো অর্থে তিনি পবিত্র ওমরাহ পালন করেন। মক্কায় তাঁর সঙ্গে কোনো গাইডের ব্যবস্থা ছিল না। বেলুচি ছাড়া অন্য কোনো ভাষাও জানেন না। কিন্তু মহান রব তাঁর সব প্রার্থনা কবুল করেছেন বলে জানান তিনি।

 

কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৪

▎সর্বশেষ

ad