
বিনোদন ডেস্ক : সিনেমাটি অ্যাকশন-কমেডি ঘরানার। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। সিনেমাটি যৌথ প্রযোজনায় রয়েছেন প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার। এ সিনেমাটির প্রযোজনা সংস্থা এস কে মুভিস। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জিতু কমল। গল্পে এক কিডন্যাপারের চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রের নাম বাবু, যে একটি আইটি কোম্পানি চালায় নিজের কুকীর্তি ধামাচাপা দেয়ার লক্ষ্যে।
গল্পে শ্রাবন্তীর চরিত্রের নাম সোনা। সোনা পেশায় চোর। সিনেমায় দেখা যাবে, নিজের পরিচয় লুকিয়ে একজন পুলিশ হিসেবে পরিচয় দেয় সোনা। ছবির গল্প যত এগোতে থাকবে, তাদের জীবনে সমস্যার মোড় ততই জটিল হয়ে পড়বে। ঘটনাচক্রে লন্ডন শহরে একটি শিশু অপহরণ ঘটনায় জড়িয়ে পরে দুজনেই। এরপর দুজনের মন দেয়া-নেয়া, আর জীবনের খেলা। মূলত এই ট্র্যাকেই এগোবে ছবির গল্প।
ছবিতে শ্রাবন্তী-জিতু ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পায়েল সরকার, আলেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যসহ অনেককে। আগামী মাসেই লন্ডন শহরজুড়ে শুটিং শুরু হবে এ সিনেমার।
কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:০৮