শীঘ্রই কাশ্মীরে চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু

Ayesha Siddika | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ - ০৮:০৮:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : শীঘ্রই খুলে দেয়া হতে পারে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের চিনাব নদীর ওপর নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু। নদীর তলদেশ থেকে সেতুটি ৩৫৯ মিটার (১ হাজার ১৭৭ ফুট) উচ্চতায় নির্মিত হয়েছে যা প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

২০০২ সালে এই রেলসেতুর নির্মাণকাজ শুরু হলেও বিরূপ আবহাওয়ার কারণে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পরে ২০০৮ সালে আবার নির্মাণকাজ শুরু করা হয়। সেতুটি কাশ্মীরের দক্ষিণ জম্মু এলাকার রিয়াসি জেলার বাক্কাল এবং কৌরি গ্রামের মধ্যে অবস্থিত। বিরূপ আবহাওয়ার কারণে পুরো শীতের সময় অঞ্চলটির সঙ্গে ভারতের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন থাকে।

সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৬ কোটি ডলার ( ১ হাজার ৬শ কোটি টাকা)। ২৮ হাজার টন ইস্পাত দিয়ে তৈরি আর্চ সেতুটিকে একটি বিস্ময় হিসেবে বিবেচনা করা হয়। কারণ সেতুটি উচ্চ ভূমিকম্প প্রবণ এলাকায় নির্মিত। রুক্ষ এবং অসম ভূখণ্ডে ঘন ঘন ভূমিধস এবং খারাপ আবহাওয়াও দেখা দেয়।

সেতুটি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিংক প্রকল্পের অংশ। যা এই অঞ্চলের প্রধান শহর শ্রীনগরকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রেল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করবে।

গত মাসে সেতুর নির্মাণ সমাপ্তি পরিদর্শনে যান ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, তার মন্ত্রণালয়ের জন্য এটি সর্বোচ্চ প্রযুক্তিগত চ্যালেঞ্জের কাজ। এটি চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে খুলে দেওয়া হবে বলে মন্ত্রী জানান।

 

 

কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad