জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান রাষ্ট্রপতির

Ayesha Siddika | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ - ০৮:০৪:৫১ পিএম

ডেস্ক নিউজ : ২৮ এপ্রিল (শুক্রবার) ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।  রাষ্ট্রপতি বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে তিনি ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে শক্তিশালী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন।

বাংলাদেশের সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ‘আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এ অধিকারকে বাস্তব রূপ দেয়ার লক্ষ্যে ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ প্রণয়ন করা হয়েছে। অসচ্ছল ও দরিদ্র মানুষকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানের এই কার্যক্রম বঙ্গবন্ধুর অনন্য সাংবিধানিক ভাবনারই প্রতিফলন।’

অসচ্ছলতা, অজ্ঞতা ও নানাবিধ আর্থ-সামাজিক প্রতিকূলতার কারণে দেশের গরিব-দুঃখী ও সহায়-সম্বলহীন জনগণ অনেক ক্ষেত্রে আইনের আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত হন। ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ এর মাধ্যমে সমাজের হতদরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠী বর্তমানে সরকারি খরচে আইনগত সহায়তা পাচ্ছে যা বিচার ব্যবস্থায় সকলের অভিগম্যতা নিশ্চিত করছে, যোগ করেন রাষ্ট্রপতি।

‘জাতীয় আইনগত সহায়তা দিবসে’ সমাজে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

 

কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:০৪

▎সর্বশেষ

ad