
ডেস্ক নিউজ : ওই কর্মকর্তার বেতন কর্তন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা। মঙ্গলবার (১১ এপ্রিল) বিজ্ঞপ্তিটি জারি করেন সহকারী রেজিস্ট্রার কাজী আরাফাত উদ্দীন।
‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাহিদ সুলতানার বিলম্বে অফিসে উপস্থিত হওয়ার জন্য এক দিনের মূল বেতন কর্তন সংক্রান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তি অনুযায়ী, নাহিদ সুলতানা ১২ জানুয়ারি ও ২২ জানুয়ারি বিলম্বে অফিসে উপস্থিত হয়েছেন।
এ বিষয়ে তার দাখিল করা জবাবও সন্তোষজনক নয়। তাই সরকারী কর্মচারী (নিয়মিত উপস্থিত) বিধিমালা ২০১৯ এর ৫(১)(২) উপবিধি মোতাবেক একদিনের সমপরিমাণ মূল বেতন কর্তনের আদেশ দেন হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান।
কিউটিভি/আয়শা/১২ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৯