ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ক্রমশ ঝুকিপূর্ণ হয়ে উঠছে এক্সপ্রেসওয়ে, বাড়ছে দুর্ঘটনা

uploader3 | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ - ০১:১৯:৩৬ পিএম

ডেস্ক নিউজ : পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। নিরবিচ্ছিন্ন চলাচলের অত্যাধুনিক-হাইডেফিনেশন মহাসড়কটি ব্যবহারকারী ও চালকদের কারেণই ক্রমশ ঝুকিপূর্ণ হয়ে উঠছে। এখনই এর রাশ টানা প্রয়োজন বলছেন পরিবহন বিশেষজ্ঞরা।

এক্সপ্রেসওয়েতে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানো কিংবা নামানো একেবারেই বেমানান। পদ্মাসেতুর জাজিরা প্রান্তে এটা যেন নিয়মিত চিত্র। চলে যাত্রী তোলার প্রতিযোগিতাও। দ্রুতগতির যানবাহন চলে যাচ্ছে কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই কারোরই।স্থানীয়রা জানান, যাত্রীরা যখন নীচে গাড়ি পায় না তখন সবাই উপরে চলে আসে।

এই মহাসড়কে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চলাচলের সীমা। বাধাহীন মনে করে, কমবেশি সবাই এর ঊর্ধ্বে চালান গাড়ি। আর ওভারটেক ওভারটেক খেলা তো আছেই।

পদ্মাসেতু চলাচলে উন্মুক্ত হবার পর গেল বছর জুন থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এ সড়কে দুর্ঘটনা ঘটেছে ২শ’ ২২টি। মারা গেছে ২শ’ ৬৪ জন। ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

স্থানীয়রা জানান, কে কার আগে যাবে, ওভার স্পিডে ১২০ পর্যন্ত উঠিয়ে ফেলে এই রোডে। পুলিশ দেখলে ড্রাইভাররা গাড়ির গতিটা কমিয়ে দেয়, পুলিশ গেলে স্পিড বাড়িয়ে চালিয়ে আসে।

ইমাদ পরিবহনের বাস দুর্ঘটনায় তদন্তে উঠে এসেছে বেশ কিছু কারণ। চালকরা বিশ্রাম ব্যাতিরেখেই একনাগারে দীর্ঘ সময় ঘুম ঘুম চোখে গাড়ি চালান। বাধাহীন রাস্তায় মুঠোফোনে কথা বলেন। 

বাস্তবতা হলো, হাইডেফিনেশন সড়ক হলেও কিছু কিছু বাঁক এরইমধ্যে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। কিছু কিছু সেতু-কাটভাট ওঠা নামার সময়ে নিয়ন্ত্রণ হারায় গাড়ি। এই রুটে ৯৫ শতাংশ গাড়ির নেই  রুট পারমিটও। 

পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. সামসুল হক বলেন, “মেরুদণ্ডটা তৈরি হলো কিন্তু বেশি গাড়ি-বাস চালিয়ে ক্যাপাসিটিটা নষ্ট করার পায়তারা চলছে। এতে দুর্ঘটনা লেগেই থাকবে।”

লাইসেন্সবিহীন অদক্ষ চালক, ফিটনিসে বিহীন ও অবৈধ গাড়ির দৌরাত্ম না কমালে এই সড়কে যাত্রীর নিরাপত্তা নিশ্চিত দুষ্কর বলছেন, বিশেষজ্ঞরা।

এক্সপ্রেসওয়ে একটা আশা জাগানিয়া একটি সড়ক হলেও এখানে অনবরত দুর্ঘটনা ঘটেই চলছে। যার একটিমাত্র কারণ হলো আমাদের দেশে মানসম্মত চালক তৈরি না হওয়া। সেই সাথে এই এক্সপ্রেসওয়েতে কিছু ত্রুটি এখনও রয়ে গেছে। এগুলো সংশোধন করলে তবেই থামানো যাবে এই অত্যাধুনিক মহাসড়কে মৃত্যুর মিছিল।

কিউটিভি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/দুপুর ১:১৮

▎সর্বশেষ

ad