
স্পোর্টস ডেস্ক : ভাড়া বিমানে উড়িয়ে নিলেও মোস্তাফিজুর রহমানকে নিজেদের প্রথম ম্যাচে খেলায়নি দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তারা একাদশ সাজিয়েছে বাংলাদেশি পেসারকে ছাড়াই। দিল্লি এ ম্যাচটি খেলছে তাদের ঘরের মাঠ অরুন জেটলি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। টস জিতেছে গুজরাট। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৫০ রানে হারে দিল্লি। এদিন সেই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে দলটি। রভম্যান পাওয়েলের জায়গায় দলে এসেছেন প্রোটিয়া তারকা আনরিখ নর্কিয়া। এছাড়া চেতন সাকারিয়ার জায়গায় অভিষেক হচ্ছে অভিষেক পোড়েলের।
এবারের আইপিএলে দ্বাদশ খেলোয়াড় বা ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম চালু হয়েছে। দিল্লির ‘ইম্প্যাক্ট প্লেয়ার’-এর পাঁচজনের তালিকায়ও নেই মোস্তাফিজের নাম। অর্থাৎ এ ম্যাচে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে।
কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১০:০০