শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিচালনায় প্রশিক্ষণ, খরচ পড়বে ৭৭ কোটি টাকা

Ayesha Siddika | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ০৮:২৯:৫৬ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৪ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৩৯৭ টাকা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্ব ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন আইসিটি অধিদফতর পরিচালনা করবে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাবসমূহ’। আর এ জন্য ৩৬ হাজার ২০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে।
 
অর্থ মন্ত্রণালয় বলেছে, আজকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের একটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রস্তাবনা ছিল।
এই তিনটি প্রস্তাবই অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই তিনটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৯৫৯ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ২২৩ টাকা। এর মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৭০১ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৪২৩ টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ২৫৭ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা।

 

 

কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ৮:২৮

▎সর্বশেষ

ad