
স্পোর্টস ডেস্ক : বোলারদের নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল বাংলাদেশ। কিন্তু বোলিংয়ের সেই দাপটের পরও বিকেলের শেষ ভাগটা অস্বস্তিকর হয়ে থাকল স্বাগতিকদের জন্য। নাজমুল হোসেন শান্তর গোল্ডেন ডাকের পর দিনের শেষ বলে আউট হয়েছেন তামিম ইকবাল। তাই হতাশা নিয়েই দিন শেষ করতে হলো স্বাগতিকদের।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার শুরু একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল আয়ারল্যান্ড। ২১৪ রানে দলটির প্রথম ইনিংস থামে। এরপর ১০ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। এখনও তারা পিছিয়ে ১৮০ রানে।
কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৬