
স্পোর্টস ডেস্ক : মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিপক্ষে ধারার বিপরীতে হজম করা গোলটাই যেন ঘুম ভাঙিয়ে দেয় বসুন্ধরা কিংসকে। মঙ্গলবার ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধাকে ৩৪ মিনিটে আত্মঘাতী গোল উপহার দিয়েছিলেন ডরিয়েলটন গোমেজ। এর প্রায়শ্চিত্ত করতে ৪১ মিনিটে দারুণ ফিনিশে সমতায় ফেরালেন। এরপর করলেন দলের দ্বিতীয় গোল। দু’টি গোলেরই জোগানদাতা রবসন রবিনহো দলের তৃতীয় গোলটি করে বসুন্ধরাকে এনে দেন ৩-১ গোলের স্বস্তির জয়। যা তাদের নিয়ে গেল প্রতিযোগিতার সেমিফাইনালে।
এই গোলেই যেন সংবিৎ ফিরে পায় বসুন্ধরা। আক্রমণের শক্তি বাড়িয়ে তারা বিরতির আগেই সমতায় ফিরে। ৪১ মিনিটে ডান দিক থেকে রবসন রবিনহোর আড়াআড়ি ক্রস দারুণ নৈপুণ্যে জালে জড়িয়ে দেন ডরিয়েলটন। দ্বিতীয়ার্ধে মুক্তিযোদ্ধা ঘর আগলে খেলতে শুরু করলে বসুন্ধরার জন্য গোল পাওয়া কঠিন হয়ে পড়েছিল।
তবে ৭৯ মিনিটে মুক্তিযোদ্ধার প্রতিরোধ ভাঙে আরেকটি রবিনহো-ডরিয়েলটন রসায়নে। এবার রবিনহোর কর্নারে নিখুঁত হেডে বসুন্ধরাকে এগিয়ে নেন ডরিয়েলটন। এর দুই মিনিট পর ডরিয়েলটের আড়াআড়ি পাসে কোনাকুনি শটে জাল কাঁপিয়ে বসুন্ধরাকে স্বস্তির জয় এনে দেন রবিনহো।
১১ এপ্রিল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আবাহনীর মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৮ এপ্রিল মোহামেডানের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। ২ মে শেখ রাসেল ক্রীড়া চক্র খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ৮:০০