
আন্তর্জাতিক ডেস্ক : সিকিমের নাথুলায় তুষারধসে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আটকা পড়েছেন অন্তত ১৫০ জন বলে ধারণা করা হচ্ছে। তবে তুষারধসে মোট কত জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং কত জন আটকে পড়েছেন তা এখনো জানা যায়নি।
পর্যটকদের উদ্ধারে কাজ শুরু করেছে সিকিম সেনারা। সিকিম সেনাদের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে পুলিশ। পর্যটকদের কাছে ছাঙ্গু লেক জনপ্রিয়। নাথুলাকে কেন্দ্র করে অনেকগুলো পর্যটনস্থলে যাওয়া যায়। ফলে এই অঞ্চলে তুষারধস নামায় সামগ্রিকভাবে সিকিমের পর্যটন বিভাগ চিন্তিত।
কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫