
স্পোর্টস ডেস্ক : বিপিএলে ভালো করে টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ওয়ানডেতেও অভিষেক হয়ে গেল তৌহিদ হৃদয়ের। আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই তিনি ফিফটি করেছেন। তৃতীয় বাংলাদেশি হিসেবে তিনি অভিষেকে ফিফটি করলেন। তার ক্যারিয়ারের প্রথম ফিফটি এসেছে ৫৫ বলে ৫ বাউন্ডারিতে। এর আগে ২০১১ সালে নাসির হোসেন (৬৩) আর ২০০৬ সালে ফরহাদ রেজা (৫০) অভিষেকে ফিফটি করেছিলেন।
তিনে নামা নাজমুল হোসেন শান্তও আজ বড় স্কোর গড়তে পারেননি। ৩৪ বলে ২৫ রান করে ম্যাকব্রেইনের বলে বোল্ড হয়ে যান। ৮১ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন সাকিব আল হাসান এবং অভিষিক্ত তৌহিদ হৃদয়। ৬৫ বলে ফিফটি তুলে নেন সাকিব। এরপর হাত খুলে মারতে থাকেন। ৩৫তম ওভারে বাংলাদেশের স্কোর দুইশ ছাড়ায়।
কিউটিভি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০