ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নওগাঁর পত্নীতলায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

Ayesha Siddika | আপডেট: ০৮ মার্চ ২০২৩ - ০৫:৩৬:৩৬ পিএম

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে এবং এনজিও সংস্থা ব্রাক, দ্য হাঙ্গার প্রজেক্ট, কারিতাস এর যৌথ সহযোগীতায় আর্ন্তজাতিক নারী দিবস/২৩ পালিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালী শেষে উপজেলা অডিটেরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হকের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে নারীর অধিকার এবং মর্যাদা বিশেষ করে তৃনমূলের নারীদের অবস্থা, অবস্থান এর ইতিবাচক পরিবর্তনের জন্য করনীয় এবং সাইবার হয়রানি রোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী।

এসময় দিবসটির গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক, দ্য হাঙ্গার প্রজেক্ট, কারিতাসের কর্মকর্তাগণ সহ  অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সুধীজন  প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সসদ্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। পরে বিকালে বেসরকারী এনজিও সংস্থা বাংলাদেশ কারিতাস রাজশাহী অঞ্চলের উদ্যোগে উপজেলার চকমূলী উচ্চ বিদ্যালয়ে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে পৃথক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, বাংলাদেশ কারিতাস রাজশাহী অঞ্চলের প্র্রোগ্রাম অফিসার একরামুল হক, সাংবাদিক পরেশ টুডু, সুধীজন প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad