ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

Ayesha Siddika | আপডেট: ১৮ জানুয়ারী ২০২৩ - ০৭:৩৩:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বোলিংটা নিয়ন্ত্রিত হলেও ব্যাটিংটা হয়নি জুতসই। তাতে ছোট লক্ষ্য তাড়া করতে বেগ পেতেই হয়েছে। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগ্রেসরা। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা তৃতীয় জয়ে যুব মহিলা বিশ্বকাপে দিশারা হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন।

আজ বেনোনিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান তোলে আমেরিকানরা। এরপর ১৫ বল হাতে রেখে ৫ উইকেটে ১০৪ রান করে জয় নিশ্চিত করেন আফিয়া প্রত্যাশারা। ব্যাট হাতে ১০ রান আর বল হাতে ১৩ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন টাইগ্রেস অধিনায়ক দিশা বিশ্বাস। স্বর্ণা আক্তারের ১৪ বলে ২২ রানের ঝড়ো ইনিংসটি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

তিন ম্যাচে বাংলাদেশের অর্জন পূর্ণ ৬ পয়েন্ট। এর আগে তারা জিতেছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে। ‘এ’ গ্রুপ থেকে আসরের সুপার সিক্সে তাদের সঙ্গী হয়েছে ওই দুই দলই। তিন ম্যাচে অজিদের পয়েন্ট ৪। সমান ম্যাচে লঙ্কানরা পেয়েছে ২ পয়েন্ট। সবকটিতে হেরে নারী যুব বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া যুক্তরাষ্ট্রের নামের পাশে কোনো পয়েন্ট নেই। আগামী ২১ জানুয়ারি সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন ডি গ্রুপের রানার্স-আপ দলকে।

 

 

কিউটিভি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad