ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

‘প্রক্সি ওয়ার’ মোকাবেলায় ১৫ লাখ সেনা প্রয়োজন রাশিয়ার

Anima Rakhi | আপডেট: ১৮ জানুয়ারী ২০২৩ - ০৩:১৮:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার বর্তমান সেনা সংখ্যা ১৫ লাখে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে মস্কো। ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি ওয়ার শুরু করার কারণে রাশিয়া তার নিজের নিরাপত্তার জন্য সেনা সংখ্যা বাড়ানোর এই পরিকল্পনা করছে। 

তিনি জানান, গত ডিসেম্বরে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা সংখ্যা বাড়ানোর এই প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে পরোক্ষভাবে সামরিক সংঘাতে জড়িত, তারা যুদ্ধ চালাচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে। এ অবস্থায় দেশের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। সুনির্দিষ্ট লক্ষ্যগুলো অর্জনের জন্য এ নিয়ে এখন কাজ চলছে।

২১ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সক্রিয় সেনা সংখ্যা ১৫ লাখে উন্নীত করার প্রস্তাব দেন। ওই বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী জানান, এই মুহূর্তে দেশে প্রায় ছয় লাখ ৯৫ হাজার সেনা ও অফিসার নিয়োগ রয়েছে, বাকি সেনা নতুন করে নিয়োগ দিতে হবে। 

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশের সেনা সংখ্যা বাড়ানোর এই পরিকল্পনা ২০২৩ থেকে ২৬ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।

সূত্র ব্লুমবার্গ

কিউটিভি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:১৭

▎সর্বশেষ

ad