চট্টগ্রাম একাদশ : উসমান খান, আফিফ হোসেন ধ্রুব, দারউইশ রাসুলি, ইরফান শুক্কুর, ম্যাক্স ও’দাউদ, জিয়াউর রহমান, শুভাগত হোম (অধিনায়ক), নিহাদুজ্জামান, মেহেদি হাসান রানা, মালিন্দা পুষ্পকুমারা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

স্পোর্টস ডেস্ক : বিপিএলের চলতি আসরে তিন ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের চতুর্থ ম্যাচে আজ মাঠে নেমেছে তারা। বর্তমান চ্যাম্পিয়নদের আজকের প্রতিদ্বন্দ্বী স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে কুমিল্লা। প্রতিবেদন লেখার সময় চট্টগ্রামের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ৪১ রান। আফিফ হোসেন ১৫ বলে ২৫ ও ম্যাক্স ও’দাউদ ১০ বলে ১৫ রানে ব্যাট করছেন। ৫ বল খেলে রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরেছেন উসমান খান।
কুমিল্লা একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, জনসন চার্লস, খুশদিল শাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও হাসান আলী।
কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৮