
তথ্যপ্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট একটি নতুন ভ্যাল-ই প্রযুক্তি তৈরি করেছে। মাইক্রোসফটের এ এআই প্রযুক্তি মাত্র তিন সেকেন্ডে যে কারো কন্ঠস্বর কপি করতে পারে, যেটি পরবর্তীতে যেকোনো উদ্দেশে ব্যবহার করা যাবে। সম্প্রতি এ টুলটিকে প্রায় ৬০ হাজার ঘণ্টা ইংরেজি স্পিচ ডেটার সাহায্যে প্রশিক্ষিত করা হয়েছে, যার মাধ্যমে এটি খুব সহজেই অডিও কন্টেন্ট তৈরি করতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা একটি গবেষণাপত্রে বলেছেন, এআই প্রযুক্তি একজন বক্তার আবেগ এবং কণ্ঠস্বর কপি করতে পারে। সম্প্রতি ভ্যাল-ই এর সাহায্যে তৈরি করা কিছু অডিও স্যাম্পেল গিটহাবে (মাইক্রোসফটের অধীনস্থ একটি কোম্পানি) শেয়ার করা হয়েছে। বহু সংখ্যক ব্যবহারকারী জানিয়েছেন, এ টেকনোলজির সাহায্যে কারো ভয়েস কপি করা হলে কোনোভাবেই টের পাওয়া যাবে না।
স্বাভাবিকভাবেই এটির অপব্যবহার নিয়ে এরইমধ্যে জনসাধারণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তবে কেউ যাতে অসত্ উদ্দেশে এ প্রযুক্তি ব্যবহার না করে, তার জন্য বিশেষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। এছাড়া ভবিষ্যতে এ টেকনোলজিকে যাতে আরও উন্নত করে তোলা যায়, তার জন্য সংস্থাটি জোরালোভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১২