ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

এবার ইউক্রেন সেনাদের প্যাট্রিয়ট পরিচালনার প্রশিক্ষণ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০১:৪৭:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাদেরকে শিগগিরই মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মোতায়েন ও তা পরিচালনার প্রশিক্ষণ দিতে শুরু করবে আমেরিকা। 

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য সম্প্রতি ইউক্রেনকে প্যাট্রিয়ট সরবারের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এবার ওই ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণ দেয়ার কথা ঘোষণা করলো মার্কিন সরকার।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার। 

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে ওকলাহোমা অঙ্গরাজ্যের ফোর্ট সিলে ইউক্রেনের সেনাদেরকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু হবে। 

রাইডার বলেন, এই ব্যবস্থা কীভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করতে হয় সে বিষয়ে ইউক্রেনের মোটামুটি ৯০ থেকে ১০০ সেনাকে প্রশিক্ষণ দেয়া হবে। কয়েক মাস ধরে এ প্রশিক্ষণ চলবে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকেই রুশ বিমান হামলা প্রতিহত করতে কিয়েভ ওয়াশিংটনের কাছে প্যাট্রিয়ট ব্যবস্থা চেয়ে আসছিল। তবে এতদিন ধরে আমেরিকা ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র দিয়ে আসলেও প্যাট্রিয়ট দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।

কিন্তু শেষ পর্যন্ত গতমাসে ওয়াশিংটন কিয়েভকে একটি প্যাট্রিয়ট ব্যাটারি দিতে সম্মত হয়। এই ব্যবস্থা প্রাথমিকভাবে শুধু যুদ্ধবিমান প্রতিহত করার কাজে তৈরি করা হলেও ১৯৮০’র দশকে এটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার উপযোগী করা হয়।

সূত্র : ওয়াশিংটন পোস্ট

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৪৬

▎সর্বশেষ

ad