খাগড়াছড়িতে বর্ণিল আয়োনে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০৫:১৮:৪৭ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে   জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।সোমবার (২জানুয়ারী ২০২৩ইং)দুপুরের দিকে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৩-উদযাপন উপলক্ষে  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সূদমুক্ত ক্ষুদ্রঋন,প্রতিবন্ধীদের ভাতার বই, অনুদান, মেধাবৃত্তি,  শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে সূদমুক্ত ক্ষুদ্রঋন,প্রতিবন্ধীদের ভাতার বই, অনুদান, মেধাবৃত্তি,  শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু  চৌধুরী, খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা,খাগড়াছড়ি সমাজ সেবা কার্যালয়ের  উপ-পরিচালক মো:মনিরুজ্জামান, খাগড়াছড়ি জেলা দূর্নীতি  প্রতিরোধ কমিটির সভাপতি সূদর্শন দত্ত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে  সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ- ০৩ জন প্রতিবন্ধীকে জনপ্রতি ২০০০০/- করে মোট ৬০,০০০/- প্রতিবন্ধী ভাতার বই বিতরণ – ১০ জন, যারা প্রতি মাসে ৮৫০/- করে ভাতা পাবেন।  মেধাবৃত্তি বিতরণ – মোট ০৭ জন যার মধ্যে উচ্চমাধ্যমিক স্তরে ১ জন পাচ্ছেন ১২,০০০/- টাকা এবং উচ্চতর স্তরে ০৬ জন, জনপ্রতি ৩০,০০০/- করে মোট ১৮,০০০০/- জন মিলে সবর্মোট ১,৯২,০০০/- টাকা অনুদান – ২০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩,৫০০/- করে মোট ৭০,০০০/- টাকা  শীত বস্ত্র বিতরণ – ১০ জন দরিদ্র ব্যক্তিকে।আলোচনা সভা শেষে সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন  দারিদ্র্যমূক্ত সমাজ গড়ে তুলতে তৃণমূল মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দিচ্ছে দেশের বিভিন্ন সমাজসেবা কার্যালয়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নত জীবনযাপনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ নিয়েছেন। আগামীর উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনে সমাজসেবার কার্যক্রম অনবদ্য ভূমিকা পালন করবে বলে জানান  তিনি।

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮

▎সর্বশেষ

ad