ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

অবশেষে বাজছে ডমিঙ্গোর বিদায় ঘণ্টা?

Anima Rakhi | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ - ০১:৫৫:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : রাসেল ডমিঙ্গো বাংলাদেশের ক্রিকেটে যতোটা আলোচিত, তার চেয়ে বেশি সমালোচিত। তার কোচিংয়ের ধরন নিয়ে দেশের ক্রিকেট বোদ্ধারা শুরু থেকেই সন্তুষ্ট হতে পারেননি। সাথে মাশরাফীর মতো ক্রিকেটাররা প্রকাশ্যেই এই দক্ষিণ আফ্রিকানের বিরুদ্ধে কথা বলেছেন। দলের মধ্যে বিভাজন টানা, খেলোয়াড়দের প্রতি পক্ষপাতমূলক আচরণের মতো অভিযোগও বারবার ঘুরেফিরে উঠেছে তার বিরুদ্ধে।

সেই সূত্রে তার আমলের অনেক ডিপার্টমেন্টের কোচের বিদায় ঘণ্টা বাজলেও প্রধান কোচ ডোমিঙ্গো এখনো আছেন বহাল তবিয়তে। তবে এবার জোরেসোরেই শোনা যাচ্ছে ডমিঙ্গোর বিদায় ঘণ্টা শিগগিরই বাজতে চলেছে। যদিও বিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

চলতি বছরের শেষ মাসে শেষ হবে ডমিঙ্গোর চুক্তির মেয়াদ। শোনা যাচ্ছে তার আগেই নাকি দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডোমিঙ্গো অধ্যায়ের ইতি টানতে চাইছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও তেমন আভাসই দিয়েছেন। তিনি সরাসরি ডোমিঙ্গোকে বাদ দেওয়ার কথা না বললেও বলেছেন, ‘আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। তিন-চার বছরের পরিকল্পনা। এটার জন্য যদি পরিবর্তন দরকার হয়, তাহলে পরিবর্তন আসবে।’

সিরিজ বা টুর্নামেন্ট না হলে শুধু অনুশীলনের জন্য বাংলাদেশে থাকতে না চাওয়ার মতো কারণও আছে ডমিঙ্গোকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পিছনে। নানা মাধ্যমে জানা গেছে নতুন কোচের সঙ্গেও নাকি বিসিবির আলাপ অনেকটা পাকা। তবে সেই নতুন কোচ কে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। 

কিউটিভি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৫

▎সর্বশেষ

ad