
ডেস্ক নিউজ : ফের সেঞ্চুরি বাবর আজমের। পাকিস্তানের অধিনায়ক টেস্ট ক্রিকেটে ধারাবাহিক রান করে যাচ্ছেন। সবশেষ তিন টেস্টে এক সেঞ্চুরি আর তিন ফিফটি হাঁকান বাবর। সোমবার করাচি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া টেস্টে ব্যাটিংয়ে নেমেই সেঞ্চুরি হাঁকান বাবর।
৪৬তম টেস্টের ৮২তম ইনিংসে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ইতোমধ্যে ২৩৭ ম্যাচে ২৮টি সেঞ্চুরি করেছেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১৯ রানে অপরাজিত থেকে চা বিরতিতে গেছেন পাকিস্তানের অধিনায়ক। ৪৩ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২২৪ রান।
কিউটিভি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০






