
স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষ হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে বিপিএল। মাঝের দিনগুলো বিশ্রামে কাটাবেন ক্রিকেটারেরা। ভারতের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর সপরিবারের গ্রামের বাড়ি মাগুরায় চলে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
সেখানেই চলছে তাদের ছুটি কাটানো। সোশ্যাল সাইটে মাগুরার বাড়ির বেশ কিছু ছবি পোস্ট করেছেন উম্মে আহমেদ শিশির। যার কয়েকটিতে দেখা যাচ্ছে- বাড়ির উঠোনে তৈরি করা হয়েছে ইটের চুলা। সাকিব-শিশির দুজনে সেই চুলায় বড় এক পাতিল বসিয়ে গরুর মাংস রান্না করছেন। ক্যাপশনে শিশির লিখেছেন, ‘যখন শ্বশুর বাড়িতে পিকনিক হয় এবং আমার প্রিয় গরুর মাংস রান্না করা হয়। ‘
কিউটিভি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮






